मनोरंजन

Blog single photo

ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস ডিরেক্টরস-এর অর্ধশতবর্ষে ২৯ মার্চ নজরুল মঞ্চে বিশেষ আয়োজন

05/03/2020


কলকাতা,৫ মার্চ (হি.স.):একটি পূর্ণাঙ্গ সিনেমার ক্ষেত্রে যেমন প্রয়োজন অভিনেতা-অভিনেত্রীর | তেমনই প্রয়োজন পরিচালক-প্রযোজকের । আর এই বছর অর্ধ শতবর্ষে  পা দিল ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টরস অ্যাসোসিয়েশন । আর ৫০  বছর উপলক্ষ্যে ২৯  মার্চ নজরুল মঞ্চে পালিত হবে ‘বাংলা চলচ্চিত্রে গৌরব সন্ধ্যা’।বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কলকাতা প্রেসক্লাবের এমনটাই জানালেন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস ডিরেক্টরসের সদস্যরা|
একদিকে বাংলা চলচ্চিত্র যখন শতবর্ষ পালন হচ্ছে অন্যদিকে, বাংলা চলচ্চিত্র জগতে অন্য আরেকটি বিভাগ ইস্ট ইন্ডিয়া মোশন পিকচারস ডিরেক্টরস অর্ধশতবর্ষ পা দিল।বাংলা চলচ্চিত্রের গৌরবময় শতবর্ষ ও ঐতিহ্যবাহী পরিচালন সংগঠন ইস্ট ইন্ডিয়া মোশন পিকচারস ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের অর্ধ শতবর্ষকে সাক্ষী রেখে আগামী ২৯  মার্চ নজরুল মঞ্চে পালন হবে ‘বাংলা চলচ্চিত্রের গৌরব সন্ধ্যা’।
এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিচালক তরুণ মজুমদার থেকে বুদ্ধদেব দাশগুপ্ত সন্দীপ রায় থেকে অপর্ণা সেন থেকে সৃজিত মুখোপাধ্যায়,শিবপ্রসাদ চক্রবর্তী, নন্দিতা রায়,কৌশিক গঙ্গোপাধ্যায় ছাড়াও অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় , মাধবী মুখোপাধ্যায় সাবিত্রী চট্টোপাধ্যায় ভিক্টর বন্দোপাধ্যায়,জিৎ,দেব ছাড়াও আরও অনেকে।

এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস ডিরেক্টরস-র  চেয়ারম্যান সন্দীপ রায়,  অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় ছাড়াও আরও অনেকে|

হিন্দুস্থান সমাচার /পায়েল 


 
Top