ट्रेंडिंग

Blog single photo

কোভিড-১৯ : ভারতে সংক্রমিত বেড়ে ৪০৬৭, মৃত্যু ১০৯ জনের

06/04/2020

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): পরিস্থিতি দিন দিন ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে। লকডাউনের মধ্যেও দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ন'টা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৪০৬৭ জন। শুধুমাত্র বিগত ১২ ঘন্টাতেই আক্রান্ত হয়েছেন ৪৯০ জন। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল ন'টা পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ৪০৬৭ জন। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৯। তবে আশার কথা, এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ২৯১ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ১০৯ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৩ জনের মৃত্যু হয়েছে, বিহারে একজনের, দিল্লিতে ৭ জনের, গুজরাটে ১১ জনের, হিমাচল প্রদেশে একজনের, হরিয়ানায় একজনের, জম্মু-কাশ্মীরে দু'জনের, কর্ণাটকে ৪ জন প্রাণ হারিয়েছেন, কেরলে দু'জন, মধ্যপ্রদেশে ৯ জন, মহারাষ্ট্রে ৪৫ জনের মৃত্যু হয়েছে, পঞ্জাবে ৬ জন, তামিলনাড়ুতে ৫ জন, তেলেঙ্গানায় ৭ জন, উত্তর প্রদেশে দু'জন এবং পশ্চিমবঙ্গে ৩ জন প্রাণ হারিয়েছেন।
সর্বাধিক আক্রান্ত মহারাষ্ট্রে, তারপরই তামিলনাড়ু। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৬৯০, তামিলনাড়ুতে ৫৭১, দিল্লিতে ৫০৩, কেরলে ৩১৪, কর্ণাটকে সংক্রমিত ১৫১ জন। অন্ধ্রপ্রদেশে ২২৬ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১০ জন, অরুণাচল প্রদেশে একজন, অসমে ২৬ জন, বিহারে ৩০ জন, চন্ডীগড়ে ১৮ জন, ছত্তিশগড়ে ৯ জন, গোয়ায় ৭ জন, গুজরাটে ১২২ জন, হরিয়ানায় ৮৪ জন, হিমাচল প্রদেশে ১৩ জন জম্মু-কাশ্মীরে ১০৬ জন, ঝাড়খণ্ডে ৩ জন, লাদাখে ১৪ জন, মধ্যপ্রদেশে ১৬৫ জন, মণিপুরে দু'জন, মিজোরামে একজন, ওডিশায় ২১ জন, পুদুচেরিতে ৫ জন, পঞ্জাবে ৬৮ জন, রাজস্থানে ২৫৩ জন, তেলেঙ্গানায় ৩২১ জন, উত্তরাখণ্ডে ২৬ জন, উত্তর প্রদেশে ২২৭ এবং পশ্চিমবঙ্গে ৮০ জন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top