खेल

Blog single photo

করোনাভাইরাসে প্রাণ হারালেন স্প্যানিশ ফুটবল কোচ ফ্রান্সিসকো গার্সিয়া

17/03/2020
প্যারিস, ১৭ মার্চ
(হি.স.) : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারলেন স্প্যানিশ ফুটবল কোচ
ফ্রান্সিসকো গার্সিয়া।   করোনাভাইরাসে
আক্রান্ত হয়ে মৃত্যু হল  থেকে মালাগা
ভিত্তিক ফুটবল ক্লাব অ্যাতলেটিকো পোর্তাদা আল্টার জুনিয়র দলের কোচ ফ্রান্সিসকো
গার্সিয়ার  (২১)।   কোভিড-১৯ পজিটিভ হওয়ার পাশাপাশি লিউকোমিয়ায়ও
আক্রান্ত ছিলেন তিনি ।  সামাজিক যোগাযোগ
মাধ্যম ফেসবুকে তরুণ কোচের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্লাবটি। নিজেদের অফিসিয়াল
ফেসবুকে গার্সিয়ার ছবি পোস্ট করে স্প্যানিশ ভাষায় শোক জ্ঞাপন করেছে পোর্তাদা
আল্টা।শরীরে করোনা
ভাইরাসের বিভিন্ন লক্ষণ দেখা দেওয়ার পর গার্সিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। বয়স কম
হওয়ায় তার দ্রুত সুস্থ হওয়ার কথায় ভেবেছিল সবাই। কিন্তু হাসপাতালে আনার পর জানা
যায়
,তিনি
কোভিড-১৯ পজিটিভ হওয়ার পাশাপাশি লিউকোমিয়ায়ও আক্রান্ত। এরপর চিকিৎসকদের চেষ্টা
সত্বেও জীবন যুদ্ধে হার মনেন গার্সিয়া।ক্রমশ ভয়াল আকার
নিচ্ছে করোনা। ইউরোপের দেশগুলির মধ্যে ইতালির পর স্পেনের অবস্থা সবচেয়ে খারাপ।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ইতিমধ্যে স্পেনে
প্রায় ৩০০ জন লোক প্রাণ হারিয়েছেন। বার্সেলোনা থেকে মাদ্রিদ সমস্ত শহরে স্পোর্টস
ইভেন্ট বাতিল করা হয়েছে।
লক
ডাউন
ঘোষণা
করেছে সরকার। বন্ধ যাতায়াত। পরিস্থিতি যখন ক্রমশ খারাপ হচ্ছে
, তখনই তরুণ এই
ফুটবল কোচের মৃত্যুর খবর পাওয়া গেল। ফ্রান্সিসের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে
আন্তর্জাতিক ফুটবলের নিয়ামক সংস্থা ফিফাও।-হিন্দুস্থান
সমাচার / কাকলি  


 
Top