मनोरंजन

Blog single photo

করোনা সংক্রমণ থেকে বাঁচতে আইসোলেশনে দিলীপ কুমার

17/03/2020


মুম্বাই, ১৭ মার্চ (হি. স.) : করোনা সংক্রমণ থেকে বাঁচতে আইসোলেশনে আছেন ভারতীয় সিনেমার কিংবদন্তি দিলীপ কুমার । মঙ্গলবার টুইট করে  দেশবাসীকে আশ্বস্ত করলেন  তিনি  । অশীতিপর   অভিনেতা যাতে সংক্রমণে আক্রান্ত না হন তার জন্য আগেভাগেই তাঁকে সবার থেকে সরিয়ে আলাদা একটি ঘরে রাখার বন্দোবস্ত করেছেন অভিনেত্রী স্ত্রী সায়রা  বানু  । কিছুদিন আগেই তাঁকে বয়সজনিত অসুস্থতার কারণে ভর্তি করা হয়েছিল মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে । 
 
দিলীপ কুমার তার টুইটে জানান, "করোনা ভাইরাসের জন্য আমার মতো আপনারাও আগেভাগে সাবধানতা অবলম্বন করুন। হাত পরিষ্কার রাখুন। ভিড় এড়িয়ে চলুন। চোখ-মুখে হাত দেবেন না। আক্রান্তের থেকে দূরত্ব বজায় রাখুন। " সম্প্রতি হাসপাতালে ভর্তি হওয়ার পরে সায়রা বানু টুইটে আশ্বস্ত করেন সবাইকে। লেখেন, " এখন অনেকটাই ভালো আছেন দিলীপ। শিরদাঁড়ায় ব্যথা হওয়ায় তাঁকে ভর্তি করতে হয়েছিল হাসপাতালে। সমস্ত পরীক্ষার পর তাঁকে নিয়ে বাড়ি ফিরেছি। আল্লার দোয়ায় সুস্থ আছেন দিলীপ সাব। অসংখ্য ধন্যবাদ সবাইকে, তাঁকে এভাবে এখনও ভালোবাসার জন্য।"  হিন্দুস্থান সমাচার / সোনালি


 
Top