खेल

Blog single photo

কাটছাঁট করে হলেও হোক আইপিএল, চান কেভিন পিটারসন

05/04/2020


নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): সারা বিশ্বে থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা।  যার জেরে বন্ধ প্রায় সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা । চলতি বছর আইপিএলের আশা যে ক্ষীণ হচ্ছে । তবে কাটছাঁট করে হলেও হোক আইপিএল, প্রয়োজনে ফাঁকা গ্যালারিতে।এমনটাই চান প্রাক্তন তারকা ইংরেজ ব্যাটসম্যান কেভিন পিটারসন।

যে কোনও মূল্যে আইপিএল আয়োজনের পক্ষে সওয়াল করলেন প্রাক্তন ইংরেজ তারকা বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য তিনটি নিরাপদ ভেন্যু বেছে, ফাঁকা গ্যালারিতেই আইপিএল আয়োজন হোক । আইপিএল সম্প্রচারকারী ব্রডকাস্টিং সংস্থাকে পিটারসন জানিয়েছেন, ‘জুলাই-আগস্টের আগে আইপিএল আয়োজন করা সম্ভব নয়। কিন্তু আমি ভীষণ আশাবাদী আইপিএল আয়োজনের বিষয়ে।’

কেপি’র কথায় আইপিএল দিয়েই মরশুমের ক্রিকেট শুরু হয়। টুর্নামেন্টের সঙ্গে যুক্ত বিশ্বের সমস্ত ক্রিকেটার উদগ্রীব হয়ে থাকেন মাঠে নামতে। পাশাপাশি আইপিএল না হওয়া মানে ফ্র্যাঞ্চাইজিগুলোরও চরম আর্থিক ক্ষতি। তাই ফ্র্যাঞ্চাইজিগুলোর কোষাগারে যদি কিছুটা অর্থ আসে তাই এই সকল প্রস্তাব দিয়েছেন ২০০৫ অ্যাশেজের নায়ক। 

 –হিন্দুস্থান সমাচার/ কাকলি


 
Top