राष्ट्रीय

Blog single photo

করোনা : অন্ধপ্রদেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ২২৬

05/04/2020


অমরাবতী, ৫ এপ্রিল (হি. স.) :   অন্ধ্রপ্রদেশে নতুন করে করোনায় আক্রান্ত ৩৪ জন। ফলে দক্ষিণের এই রাজ্যে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৬।

 রাজ্যের স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে রাজ্যে বিগত ১২ ঘণ্টায় করোনায় নতুন করে ৩৪ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে অনন্তপুর জেলায় তিন জন, চিত্তুরে ১৭, পূর্ব গোদাবরী তে ১১, গুন্টারে ৩০, কাদাপা ২৩, কৃষ্ণা ২৮, কুর্নুল ২৭, নেল্লোর ৩৪, প্ক ক্র প্রশাসনের পক্ষ থেকে রাজ্যবাসীকে লকডাউন মেনে চলার আহ্বান করা হয়েছে।
 হিন্দুস্থান সমাচার/ শুভঙ্কর


 
Top