भारत

Blog single photo

লখনউতে গুলিবিদ্ধ বিজেপি সাংসদের ছেলে, তদন্তে পুলিশ

03/03/2021

লখনউ, ৩ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের রাজধানী লখনউতে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন বিজেপি সাংসদ কৌশল কিশোরের ছেলে আয়ুষ কিশোর। বুধবার ভোররাতের ঘটনা। রক্তাক্ত ও অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ট্রমা সেন্টারে চিকিৎসাধীন ৩০ বছর বয়সী আয়ুষ। এডিসিপি (উত্তর) প্রাচী সিং জানিয়েছেন, বুধবার ভোররাতে বাড়ি ফিরছিলেন আয়ুষ কিশোর, সেই সময় (লখনউয়ের মড়িয়া থানার অন্তর্গত মোহনলালগঞ্জ) দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। বাইকে করে এসেছিল দুষ্কৃতীরা। গুলি চালানোর পর আততায়ীরা পালিয়ে যায়। আয়ুষের বুকে ও হাতে গুলি লাগে। সঙ্কটজনক অবস্থায় তাঁকে লখনউয়ের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে অবশ্য উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের দাবি, ঘটনার সময় আয়ুষের সঙ্গেই ছিল তাঁর শ্যালক আদর্শ। সন্দেহ হওয়ায় আয়ুষের শ্যালককে জিজ্ঞাসাবাদ করা হয়। আয়ুষ নিজেই নাকি তাঁর শ্যালককে বলেছিল তাঁকে গুলি করতে। পুলিশি জেরায় সে কথা স্বীকারও করে নিয়েছে আয়ুষের শ্যালক আদর্শ। লখনউয়ের পুলিশ কমিশনার জানিয়েছেন, "ভোররাত ২.১০ মিনিট নাগাদ, ৩-৪ জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী বিজেপি সাংসদ কৌশল কিশোরের ছেলেকে গুলি করে। সেই সময় আয়ুষের সঙ্গেই ছিল তাঁর শ্যালক আদর্শ। তল্লাশি চালানোর পর আদর্শের বাড়ি থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে, ওই পিস্তল থেকে তাজা গন্ধ মিলেছে।"    
আয়ুষের বাবা এবং বিজেপি সাংসদ কৌশল কিশোর জানিয়েছেন, "ভোররাত দু'টো নাগাদ ছেলে আমাকে ফোন করেছিল এবং জানায় তাঁকে গুলি করা হয়েছে। এটাও জানিয়েছে শ্যালকের সঙ্গে বাইরে গিয়েছিল সে। যদি আয়ুষের শ্যালক তাঁকে গুলি করত, তাহলে আয়ুষ সেটা আমাকে জানাত। পুলিশ তদন্ত শুরু করেছে। আমি কোনও এফআইআর দায়ের করিনি।"

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top