राष्ट्रीय

Blog single photo

অকালেই মৃত্যু! প্রয়াত সলমনের ভাইপো আব্দুল্লাহ খান

31/03/2020

মুম্বই, ৩১ মার্চ (হি.স.): অকালেই মৃত্যু! প্রয়াত হলেন বলিউড সুপারস্টার সলমন খানের ভাইপো এবং বডি বিল্ডার আব্দুল্লাহ খান। সোমবার মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে মৃত্যু হয়েছে ৩৮ বছর বয়সী আব্দুল্লাহ খানের। হাসপাতাল সূত্রের খবর, ফুসফুসে সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে আব্দুল্লাহ খানের। পূর্নাজ্ঞ রিপোর্ট অবশ্য এখনও পাওয়া যায়নি।
ভাইপোর অকাল-প্রয়াণে শোকস্তব্ধ সলমন খান। টুইট করে সলমন লিখেছেন, '...সর্বদা তোমাকে ভালবেসে যাবো।' সলমন ছাড়াও আব্দুল্লাহ খানের প্রয়াণে শোকস্তব্ধ বলিউডের বহু তারকারা। দুঃখপ্রকাশ করেছেন অভিনেতা রাহুল দেব, অভিনেত্রী ডেইজি শাহ, ইউলিয়া ভন্তুর প্রমুখ। 

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top