राष्ट्रीय

Blog single photo

২৪ ঘন্টায় ১১.১৬ লক্ষ, ভারতে ৫.৯৪ কোটির ঊর্ধ্বে করোনা-পরীক্ষা

16/09/2020

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): ভারতে ফের বাড়ল করোনা-পরীক্ষা। ভারতে বিগত ২৪ ঘন্টায় ১১,১৬,৮৪২টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। একইসঙ্গে বাড়তে বাড়তে ভারতে প্রায় ৬ কোটির কাছাকাছি পৌঁছে গেল করোনা-পরীক্ষা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) পর্যন্ত দেশে ৫,৯৪,২৯,১১৫টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।
বুধবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সারাদিনে) ভারতে ১১,১৬,৮৪২টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে ৫,৯৪,২৯,১১৫টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। এর আগে সোমবার সারাদিনে ভারতে ভারতে ১০,৭২,৮৪৫টি স্যাম্পেল টেস্ট করা হয়েছিল। 

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top