राष्ट्रीय

Blog single photo

গুজরাটে ট্রাকের পিছনে ধাক্কা প্রাইভেট গাড়ির, মৃত্যু ৫ জনের

04/04/2020

সুরেন্দ্রনগর (গুজরাট), ৪ এপ্রিল (হি.স.): গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারল একটি প্রাইভেট গাড়ি। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, মৃত ৫ জনের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। শনিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে লিম্বড়ি থানার অন্তর্গত কানপাড়া গ্রামের কাছে লিম্বড়ি-আহমেদাবাদ হাইওয়েতে।
পুলিশ সূত্রের খবর, শনিবার ভোররাতে গান্ধীনগর অভিমুখে যাচ্ছিল একটি প্রাইভেট গাড়ি। কানপাড়া গ্রামের কাছে লিম্বড়ি-আহমেদাবাদ হাইওয়েতে একটি ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে। গাড়িটির অর্ধেক অংশ ট্রাকের নিচে ঢুকে যায়। জোরালো সংঘর্ষের জেরে গাড়িটির সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন একজন। মৃতদের মধ্যে ট্রাক এবং গাড়ির চালক রয়েছেন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top