राष्ट्रीय

Blog single photo

ফিরেছিলেন সৌদি আরব থেকে, আহমেদাবাদে মৃত্যু করোনা-আক্রান্ত বৃদ্ধার

26/03/2020

আহমেদাবাদ, ২৬ মার্চ (হি.স.): মারণ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে ফের মৃত্যু! এবার গুজরাটের আহমেদাবাদে প্রাণ হারালেন কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত একজন বৃদ্ধা। ওই বৃদ্ধার বয়স ৮৫ বছর। সম্প্রতি সৌদি আরব থেকে ফিরেছিলেন ওই বৃদ্ধা। বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ওই বৃদ্ধা। আহমেদাবাদে নতুন করে একজনের মৃত্যুর পর ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১২।
গুজরাট স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার আহমেদাবাদে মৃত্যু হয়েছে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত একজন বৃদ্ধার। সম্প্রতি বিদেশ থেকে ফিরেছিলেন ওই বৃদ্ধা এবং দেশে ফেরার পর করোনাভাইরাসের লক্ষণ ধরা পড়ায় ওই বৃদ্ধাকে গত ২২ মার্চ আহমেদবাদের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top