क्षेत्रीय

Blog single photo

বিদ্যাচর্চায় ডুবে গিয়েছেন দুই অর্থনীতিবিদ

25/03/2020

বিদ্যাচর্চায় ডুবে গিয়েছেন দুই অর্থনীতিবিদ

অশোক সেনগুপ্ত

কলকাতা, ২৫ মার্চ (হি.স.): লকডাউনের এই সময়টা বিদ্যাচর্চায় ডুবে গিয়েছেন দুই অর্থনীতিবিদ। এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক অজিতাভ রায়চৌধুরী ব্যস্ত আর এক অর্থনীতিবিদের লেখা বই পড়তে। কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন কৌশিক বসু। তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন রিজার্ভ ব্যাঙ্কেও। তাঁর অভিজ্ঞতার ভিত্তিতে লিখেছেন এন ইকনমিস্ট ইন দা ওয়ার্ল্ড- দি আর্ট অফ পলিসিমেকিং ইন ইন্ডিয়া।’ অজিতাভ রায়চৌধুরীর কথায়, অর্থনীতিবিদ হিসাবে অনেকে তাঁর দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত হতে পারেন, নাও হতে পারেন। কিন্তু এটা কৌশিকবাবু এত হালকা ভাবে লিখেছেন যে টানটান উত্তেজনার মধ্যে শেষ অবধি পড়তে কেউ দ্বিধা করবেন না। আর বইটার মুখবন্ধ যেন সেই সুর বেঁধে দিয়েছে। আরও নিশ্চিন্তে বইটা দ্রুততার সঙ্গে পড়তে পারলাম লকডাউনের সৌজন্যে।
গোগ্রাসে বই পড়ছেন, লেখাপড়ার মধ্যে ডুবে গিয়েছেন উদীয়মান অর্থনীতিবিদ প্রবীর দে। ‘এশিয়ান ইকোনমিক ইন্টিগ্রেশনের সম্পাদক ‘আজিয়ান-ইন্ডিয়া সেন্টারের’ অধ্যাপক, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এবং ইউনাইটেড নেশনস এসক্যাপ-এর প্রাক্তন সিনিয়র ভিজিটিং ফেলো প্রবীরবাবু এখন সকাল থেকে রাত বই আর কাগজ-কলমে ডুবে। তাঁর কথায়, “করোনা চলে গেলে অন্য কাজের চাপ বেড়ে যাবে। তাই দক্ষিণ এশিয়ার বিদেশনীতি নিয়ে শিক্ষামূলক একটা বই পড়ছি। বাণিজ্য যোগাযোগ নিয়ে কিছু নথিপত্র সংকলনের কাজ এগিয়ে রাখছি।"

হিন্দুস্থান সমাচার।


 
Top