क्षेत्रीय

Blog single photo

ক্ষতিগ্রস্থ এলাকায় গ্রামীণ চিকিৎসা-শিবির

03/06/2020


কলকাতা, ৩ জুন (হি. স.) : বিধ্বংসী আমফানে ক্ষতিগ্রস্থ গ্রামীণ এলাকায়  মেডিক্যাল সার্ভিস সেন্টার (এমএসসি) ও সার্ভিস ডক্টরস ফোরামের (এসডিএফ) যৌথ উদ্যোগে চিকিৎসা শিবিরের কাজ শুরু হয়েছে। 
বুধবার হিঙ্গলগঞ্জ ব্লকের উত্তর রুপামারী (সারঘেলী)  এলাকায় আম্ফান ঝড়ে দুর্গতদের জন্য একটা  মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  হয়। সেখানে  মোট ১১০জন রোগী দেখে ওষুধ বিতরন করা হয়েছে। বাইনারা এবং কুমীরমারীর কিছু মানুষও ওই ক্যাম্পে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসা শিবিরটি পরিচালনা করেন সার্ভিস ডক্টর্স ফোরামের ভাইস প্রেসিডেন্ট এবং বিশিষ্ঠ স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার দুর্গাপ্রসাদ চক্রবর্তী, কোষাধ্যক্ষ ডাক্তার স্বপন বিশ্বাস,ডাক্তার কল্যানব্রত ঘোষ ও তন্ময় বিশ্বাস প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডা:সজল বিশ্বাস এক বিবৃতিতে বলেন "আম্ফান ক্ষতিগ্রস্ত এলাকা গুলোতে করোনার কথা মাথায় রেখেই স্বাস্থ্যবিধি মেনেই আমরা ক্যাম্পের কাজ পরিচালিত করছি। সুন্দরবনের বিস্তৃত এলাকায় মানুষ এখনো পানীয় জল,বাসস্থান,খাদ্যসামগ্রী, চিকিৎসা ইত্যাদি পাচ্ছেন না। আমরা সাধ্যমত তাদের জন্য চিকিৎসা শিবির গুলি চালিয়ে যাব।" হিন্দুস্থান সমাচার/ অশোক


 
Top