क्षेत्रीय

Blog single photo

প্ৰয়াত মণিপুরের প্ৰাক্তন উপ-মুখ্যমন্ত্ৰী এল চন্দ্ৰমণি সিংহ

05/04/2020

ইমফল, ৫ এপ্রিল (হি.স.) : প্ৰয়াত মণিপুরের প্ৰাক্তন উপ-মুখ্যমন্ত্ৰী এল চন্দ্ৰমণি সিংহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। মণিপুরের রাজধানী শহর ইমফলের একটি হাসপাতালে শনিবার রাতে শেষ নিশ্বাঃস ত্যাগ করেছেন তিনি। হাসপাতাল সূত্ৰে জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে সুস্থ করার বহু চেষ্টা করেছেন ডাক্তাররা। কিন্তু পারেননি। 

রবিবার মণিপুরের মুখ্যমন্ত্ৰী নংথমবাম বীরেন সিংহ ট্যুইট করে বৰ্ষীয়ান এই রীজনীতিবিদের মৃত্যুতে শোক প্ৰকাশ করেছেন। তিনি বলেন, এল চন্দ্ৰমণির আকস্মিক মৃত্যুতে রাজ্য এবং জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর আত্মার শান্তি কামনা করেছেন তিনি। প্ৰয়াত নেতার পরিবার পরিজনদের প্ৰতি গভীর সমবেদনা প্ৰকাশ করেছেন মুখ্যমন্ত্রী। 

প্রসঙ্গত, ১৯৭২ সালে রাজনীতিতে যোগ দেন এল চন্দ্ৰমণি সিংহ। রাজনীতিতে যোগ দিয়ে তিনি দু দু’বার মণিপুরের উপ-মুখ্যমন্ত্ৰীর দায়িত্ব সামলেছেন। রাজ্য বিধানসভার অধ্যক্ষ এবং মন্ত্ৰিত্বের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেছেন আমৃত্যু। এক সময় তিনি মণিপুর পিপলস পাৰ্টি-র সভাপতি ছিলেন। কংগ্ৰেস এবং পরবর্তীতে নয়া দল মণিপুর স্টেট কংগ্ৰেসের গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। তাঁর লেখা তিনটি বই মণিপুরে বেশ সমাদর লাভ করেছে।

হিন্দুস্থান সমাচার / রিংকি / এসকেডি / অরবিন্দ


 
Top