क्षेत्रीय

Blog single photo

আমফানে মৃতদের আত্মীয়বর্গকে ও ক্ষতিগ্রস্তদের রাজ্যপালের সমবেদনা

03/06/2020

কলকাতা, ৩ জুন (হি. স.) : আমফানে মৃতদের আত্মীয়বর্গকে ও ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানালেন রাজ্যপাল  জগদীপ ধনকর। 

বুধবার রাজভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমপান এবং রাজ্যে ও দেশে লকডাউনের পর এই প্রথম সাংবাদিক সম্মেলনে মিলিত হচ্ছি। বলা যেতে পারে এটা আনলকডাউন পর্যায়ে আমাদের প্রথম বৈঠক।  রাজ্যপাল হিসাবে রাজ্যের মানুষের ও রাজ্য সরকারের পাশে দাঁড়ানো আমার সাংবিধানিক দায়িত্ব। রাজ্যের লোকের উন্নতির জন্য, বিশেষ করে এ রকম একটা পরিস্থিতিতে সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। 

রাজ্যপাল বলেন, “করোনা, লকডাউন এবং আমফান— এই তিন প্রবল সঙ্কটের সম্মুখীন হয়েছে রাজ্য। এ রকম সঙ্কট কলকাতা আগে দেখেনি। পশ্চিমবঙ্গকে যারা ভালবাসে তাদের প্রত্যেকের উচিত রাজ্যের তহবিলে দান করা। কে, কী দিল, সেটা ভড় কথা নয়। দানের বা পাশে দাঁড়ানোর মানসিকতাটাই বড়।” একটি সর্বভারতীয় সংবাদচ্যানেলের নামোল্লেখ করে রাজ্যপাল বলেন, ওরা বাংলার এই পরিস্থিতিতে বিশেষ অনুষ্ঠান করেছিল। তাতে আমি সবাইকে আবেদন করেছি এই সময় যেন বাংলার পাশে এসে দাঁড়ায়। সর্বভারতীয় পর্যায়ে এই রাজ্য যেন একটা ইতিবাচক ভূমিকা নিতে পারে। কোল ইন্ডিয়ার ২০ কোটি টাকার অনুদানের কথাও বলেন রাজ্যপাল ধনকর। সাংবাদিক সম্মেলনে তিনি আজ বলেন, রাজ্যের তহবিলে এই বরাদ্দ খুব কাজের অন্যান্য রাষ্ট্রায়ত্ব সংস্থা, বিশেষ করে পশ্চিমবঙ্গে যারা ব্যবসা করে, তারাও এগিয়ে আসুক। আমি তাদের কাছে আবেদন করছি।  হিন্দুস্থান সমাচার / অশোক


 
Top