खेल

Blog single photo

প্রয়াত কিংবদন্তি প্রাক্তন ফুটবলার

20/03/2020
 কলকাতা, ২০মার্চ (হি.
স.): চিরতরে নিভে গেল প্রদীপ। শুক্রবার দুপুর 
২ টো  ৮ মিনিট নাগাদ বাইপাসের ধরে
এক বেসরকরি হাসপাতালে  শেষ নিঃশ্বাস ত্যাগ
করেন কিংবদন্তি প্রাক্তন ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩
বছর। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে  বহুদিন লড়াই
করে শেষ পর্যন্ত হার মানলেন ফুটবল মাঠের লম্বা রেসের ঘোড়া।নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে  বিগত
বেশ কয়েক দিন থেকেই বেশ অসুস্থ ছিলেন পিকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল
, তাঁর পরিস্থিতি দিনে দিনে খারাপ
হচ্ছিল। বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়ার পাশাপাশি হার্টের সমস্যাও হচ্ছিল।
এ ছাড়াও ছিল পারকিনসনস।গভীর ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছিল প্রাক্তন ফুটবলারকে।
তাঁর ফুসফুস সাড়া দিচ্ছে না চিকিৎসায়। সোমবার রাতে কিংবদন্তি ফুটবলারকে
ভেন্টিলেশনে পুরোটাই কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস করানোর চেষ্টা চলছে। গত সোমবার
দুপুরের পর থেকেই অবস্থার অবনতি হয় তাঁর
| ২ মার্চ অসুস্থ হয় পরেন পিকে
বন্দ্যোপাধ্যায়
| এরপরই দক্ষিণ
কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে গত ২১ জানুয়ারি স্নায়ূর সমস্যা
নিয়ে হাসপাতালে ভরতি করা হয় জাতীয় দলের প্রাক্তন তারকাকে। স্নায়ূর সমস্যায় অবশ্য
দীর্ঘদিন ধরেই ভুগছেন পিকে। বয়সের ভারে অনেকটাই নুইয়ে পড়েছে শরীর। ইস্টার্ন রেলের
হয়ে খেলতেন এই কিংবদন্তি ফুটবলার
| ১৯৫৮ সালে জিতেছিলেন কলকাতা লিগ| জাতীয় দলের জার্সিতেও তিনি সাফল্য
পেয়ছিলেন অভূতপূর্ব
| কিংবদন্তি
প্রাক্তন ফুটবলারের মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর অনুরাগীরা। হিন্দুস্থান সমাচার/মৌসুমী  


 
Top