क्षेत्रीय

Blog single photo

দূরত্ব বজায় রাখতে গুয়াহাটিতে দোকানের বাইরে লক্ষণরেখা টেনে দিল পুলিশ

25/03/2020

গুয়াহাটি, ২৫ মার্চ (হি.স.) : আতঙ্কের নাম করোনা ভাইরাস। গোটা বিশ্বকে গ্রাস করেছে অদৃশ্য ঘাতক কোভিড-১৯। গোটা বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এর শেষ কোথায় কেউ জানে না। ভারত সহ গোটা বিশ্ব এখন লকডাউনের কবলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে মঙ্গলবার থেকে ২১ দিনের জন্য সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে গোটা ভারতে। শুধু জরুরি পরিষেবা যথারীতি চলবে। অত্যাবশ্যক সামগ্রীর দোকান, ওষুধের ফার্মাসি থাকবে খোলা। 

এর সাথে সংগতি রেখে জনসাধারমের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য পুলিশ প্রাশাসন কিছু বিশেষ ব্যবস্থা নিয়েছে। বুধবার মহানগরের মালিগাঁও এলাকার সমস্ত ওযুধ ও মুদি দোকানে লক্ষণরেখা (সুরক্ষা রেখা) টেনে দিয়েছে পুলিশ প্রশাসন। গোশালা পুলিশের উদ্যোগে ক্রেতাদের সচেতন করতে একে অপর থেকে দূরত্ব বজায় রাখতে দোকানের বাইরে চূণের গুঁড়ো দিয়ে সুরক্ষা রেখা এঁকে দেওয়া হয়েছে। একাধিক গ্রাহক এক সঙ্গে যাতে দোকানের ভিতরে প্রবেশ করতে না পারেন সে জন্য এক মিটার দূরত্ব বজায় রেখে এই সব সুরক্ষা রেখা টেনে দিয়েছে পুলিশ। 

দোকান মালিকদের বলে দেওয়া হয়েছে, সমস্ত গ্রাহকদের এই নিয়ম অবশ্যই পালন করতে হবে। যে সমস্ত গ্রাহক নিয়ম ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে প্রশাসনের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। লকডাউনের প্রথম দিন অবশ্য বিভিন্ন দোকানে এই নিয়মে তাঁদের প্রয়োজনীয় সামগ্রী কিনেছেন গ্রাহকরা।

হিন্দুস্থান সমাচার / দেবযানী / এসকেডি


 
Top