खेल

Blog single photo

পাঞ্জাবের বিরুদ্ধে লিগে আটকে গেল ইস্টবেঙ্গল

13/02/2020


কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : বৃহস্পতিবার সমর্থকরা দলের জন্য গলাও ফাটালেও ঘরের মাঠে এগিয়ে থেকেও পাঞ্জাবের বিরুদ্ধে ড্র করল ইস্টবেঙ্গল। ক্রোমার বিশ্বমানের গোলও কাঙ্খিত জয় এনে দিতে পারল না দলকে। শতবর্ষে খারাপ ফর্ম অব্যাহত ইস্টবেঙ্গলের।
জয়ের জন্য ফুটবলাররাও মরিয়া ছিলেন একটা জয়ের জন্য। সমর্থকদের মুখে হাসি ফোটাতে কোনও কসুর রাখেনি ইস্টবেঙ্গল। হারতে হারতে আই লিগের তলানিতে এসে ঠেকেছে দল। শতবর্ষে লজ্জার সীমা ছাড়িয়েছে। সমর্থকরাও মুখ ফেরাচ্ছেন। গোদের উপর বিষফোড়ার মতো চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিজয়দৌড় অব্যাহত। বৃহস্পতিবার কল্যাণীতে পাঞ্জাবের সঙ্গে জয় ছাড়া তাই কিছুই ভাবছিল না ইস্টবেঙ্গল।
এদিন ম্যাচের শুরুতেই বিশ্বমানের গোল করেন ক্রোমা। লাল-হলুদ শিবিরে ফের নাম লেখানোর পর প্রথম গোল লাইবেরিয়ানের। সমালোচকদের যেন জবাব ছিল এই গোল। প্রথমার্ধেই গোলশোধ করে দেয় পাঞ্জাব। একটা সময় পিছিয়ে থেকেও খেলায় বহুবার ফিরে এসেছে ইস্টবেঙ্গল। এখন পরিস্থিতি পালটেছে। এখন এগিয়ে থেকেও লিড ধরে রাখতে ব্যর্থ হচ্ছে মশালবাহিনী। এদিন হলও তাই। জঘন্য ডিফেন্সের খেসারত দিয়ে গোল হজম করে ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধে দুই দলই প্রচুর চেষ্টা করেছে ব্যবধান বাড়ানোর। যদিও তা হয়নি। ১-১ ফলেই শেষ হয় খেলা। দুঃসময় যেন কাটছেই না ইস্টবেঙ্গলের। শতবর্ষে আই লিগ অবনমনের আশঙ্কা এবং পাশের ক্লাবের লিগ জয়ের হাতছানি যেন আরও যন্ত্রণা বাড়িয়েছে। এদিন দলের ঘুরে দাঁড়ানো দেখার ইচ্ছাতেই গ্যালারি ভরিয়েছিলেন লাল-হলুদ সমর্থকরা। কিন্তু একরাশ হতাশা নিয়েই বাড়ি ফিরলেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার/ সঞ্জয়


 
Top