खेल

Blog single photo

আইপিএল শুধুমাত্র বিনোদন নয়, বরং এটা ব্যবসাও : অরুণ ধুমল

12/06/2020

 

মুম্বই, ১২ জুন (হি.স.): আইপিএল শুধুমাত্র বিনোদন নয়। বরং এটা ব্যবসাও বটে। এর পিছনে একটা ব্যবসায়িক ভিত্তি রয়েছে, যা বহু ক্ষেত্রে কর্মসংস্থানের রাস্তা খুলে দেয়। একথা বলেন, বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমল ।

করোনার জেরে স্থগিত রয়েছে আইপিএল । তবে আইপিএল হওয়া প্রয়োজন বলে সওয়াল করতে গিয়ে ধুমল বলেন, ‘করোনা মহামারির এমন কঠিন সময়ে আইপিএল নিশ্চিতভাবেই সারা দেশের মেজাজটা বদলে দেবে। কিছু লোক বলে, বিসিসিআই শুধু টাকার জন্য আইপিএল আয়োজন করে। তবে তাঁরা কেউই এর অর্থনৈতিক দিকটা যথাযথভাবে বিবেচনা করেন না। আইপিএল শুধু বিনোদনের বিষয় নয়। এর পিছনে একটা ব্যবসায়িক ভিত্তি রয়েছে, যা বহু ক্ষেত্রে কর্মসংস্থানের রাস্তা খুলে দেয়। আমাদের এই টুর্নামেন্টের উপর ভিত্তি করে বিভিন্ন ক্ষেত্র অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়।’ 

যদি নিতান্ত এবছর আইপিএল অনুষ্ঠিত না হয়, তবে ভারতীয় ক্রিকেটে তার সরাসরি প্রভাব পড়বে বলেও উল্লেখ করেন ধুমল। যদিও তিনি আশাবাদী টি-২০ বিশ্বকাপ পিছিয়ে গেলে সেই সময় আইপিএল আয়োজনের বিষয়ে। 

বিসিসিআই কোষাধ্যক্ষ আপাতত চাইছেন, আইসিসি যত দ্রুত সম্ভব টি-২০ বিশ্বকাপের ভবিষ্যৎ নির্ধারণ করুক। কেননা, শুধু আইপিএলের প্রসঙ্গ নয়, বিশ্বকাপ না হলে সেই সময়ে বাকি বোর্ডগুলিও নিজেদের আর্থিক ক্ষতি পূরণের জন্য দ্বি-পাক্ষিক সিরিজের কথা ভাবতে পারে।

–হিন্দুস্থান সমাচার/ কাকলি

 


 
Top