राष्ट्रीय

Blog single photo

ভদোদরায় করোনা-আক্রান্ত বৃদ্ধের মৃত্যু, গুজরাটে সংক্রমিত বেড়ে ৯৫

03/04/2020

আহমেদাবাদ, ৩ এপ্রিল (হি.স.): করোনার প্রকোপে ফের মৃত্যু গুজরাটে!গুজরাটের ভদোদরা জেলায় প্রাণ হারালেন মারণ করোনাভাইরাসে আক্রান্ত একজন বৃদ্ধ। বৃহস্পতিবার রাতে ভদোদরার একটি হাসপাতালে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত বছর ৭৮-এর বৃদ্ধের।
ভদোদরা জেলা চিফ মেডিক্যাল অফিসার উদয় তিলওয়াত জানিয়েছেন, ভদোদরার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন করোনা সংক্রমিত একজন রোগী, বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়েছে। এদিকে, গুজরাটে মারণ এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন আরও ৭ জন, নতুন করে ৭ জন সংক্রমিত হওয়ার পর গুজরাটে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯৫।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top