দক্ষিণ শালমারা-মানকাচর জেলায় ৯২ শতাংশ ভোটদান, অসমে দৃষ্টান্ত স্থাপন করে প্রথম স্থান দখল
07/04/2021
07/04/2021
দক্ষিণ শালমারা (অসম), ৭ এপ্রিল (হি.স.) : রাজ্যে একুশের বিধানসভা নির্বাচনের তৃতীয় তথা অন্তিম পর্যায়ের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে গতকাল ৬ এপ্রিল মঙ্গলবার। দক্ষিণ শালমারা-মানকাচর জেলার দুই বিধানসভা ক্ষেত্রে গতকাল সম্পূর্ণ শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে. গতকাল রাত ৮-টা থেকে আজ বুধবার সকাল ১১টা পর্যন্ত জেলার মোট ৫৯৩টি ভোটগ্রহণ কেন্দ্রের পোলিং ও প্রিসাইডিং অফিসাররা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে অস্থায়ীভাবে নির্মিত মোট ৪২টি কাউন্টারে ইভিএম, ভিডিপ্যাট ও ভোটকার্যে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জমা দেন।
এবারের নির্বাচনে অসমের মধ্যে দক্ষিণ শালমারা ও মানকাচরের দুই আসনে ভোটাররা সর্বাধিক ভোটদান করেছেন। ফলে ভোট দানের ক্ষেত্রে দক্ষিণ শালমারা-মানকাচর গোটা অসমে প্রথম স্থান দখল করেছে। জেলার মোট ৪,১৫,৮৫৮ জন ভোটারের মধ্যে ৯২ শতাংশ ভোটদান করেছেন। এর মধ্যে দক্ষিণ শালমারা আসনে ১,৯৮,২০৯ জন ভোটারের মধ্যে ৯২.৬০ শতাংশ ভোটার ভোটদান করে প্রথম স্থান দখল করেছেন। পাশাপাশি মানকাচরে ২,২৬,৬৪৯ জন ভোটারের মধ্যে ৯১.৮৩ শতাংশ ভোট দান করে রাজ্যর মধ্যে দ্বিতীয় স্থান লাভ করতে সক্ষম হয়েছে।
এই জেলার অধীনে ২১ নম্বর মানকাচর আসনে ৩১৬টি ভোটগ্রহণ কেন্দ্র এবং ২২ নম্বর দক্ষিণ শালমারা আসনে ২৭৭টি ভোটগ্রহণ কেন্দ্রে মঙ্গলবার সকাল ৭-টা থেকে বিকেল ৬-টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে যায়। এর পর মানকাচরের পোলিং ও প্রিসাইডিং অফিসাররা রাত ৮-টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে ইভিএম ও ভিভিপ্যাট ইত্যাদি জমা দিয়েছেন।
জেলার দক্ষিণ শালমারা আসনের দুর্গম এলাকার ভোটগ্রহণ কেন্দ্রের পোলিং ও প্রিসাইডিং অফিসাররা নিজের নিজের বুথে ভোটগ্রহণ সম্পন্ন করে রাতেই জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফিরে আসেন। আজ সকাল প্রায় ১১টা পর্যন্ত পোলিং অফিসাররা ভোটগ্রহণের সামগ্রী জমা দেওয়ার পর দিনের প্রায় ১১.৩০ মিনিটে জেলা রিটার্নিং অফিসার ও নির্বাচনের দায়িত্বপ্ৰাপ্ত পর্যবেক্ষক এবং প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে ইভিএম ও ভিভিপ্যাট স্ট্রংরুমে জমা করলে সিল করে দেওয়া হয়।
আগামী ২ মে সকলের উপস্থিতিতে স্ট্রংরুম খুলে ভোট গণনা করা হবে। দুই আসনে মোট ১৭ জন প্রার্থীর ভাগ্য এখন স্ট্রংরুমে বন্দি।
হিন্দুস্থান সমাচার / দেবযানী / সমীপ