खेल

Blog single photo

কোরোনা পরিস্থিতিতে পিছিয়ে গেল বাংলাদেশে আয়োজিত হতে চলা সাফ চ্যাম্পিয়নশিপ

30/06/2020


নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.) : পিছিয়ে গেল বাংলাদেশে আয়োজিত হতে চলা সাফ চ্যাম্পিয়নশিপ । কোরোনা ভাইরাসের সামগ্রিক পরিস্থিতি বিচার করে সাফ চ্যাম্পিয়নশিপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন  ।
এবছর সাফ চ্যাম্পিয়শিপ শুরু হওয়ার কথা ছিল আগামী ৭ সেপ্টেম্বর। ১২ দিনের টুর্নামেন্ট শেষ হওয়ার কথা ১৯ সেপ্টেম্বর। ঢাকায় টুর্নামেন্ট আয়োজনের যাবতীয় প্রস্তুতিও সেরে ফেলা হয়েছিল। কিন্তু গত কয়েক সপ্তাহে বাংলাদেশে করোনা সংক্রমণ কমার পরিবর্তে লাগাতার বৃদ্ধি পাচ্ছে। তাই শেষপর্যন্ত বাধ্য হয়ে টুর্নামেন্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
উল্লেখ্য, সাফ চ্যাম্পিয়শিপের সবচেয়ে সফল দল ভারত। ২০১৫ সালে শেষবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় মেন-ইন-ব্লু। এখনও পর্যন্ত সাতবার দক্ষিণ এশিয়ায় সেরার খেতাব জিতেছে টিম ইন্ডিয়া। সাফ কাপ পিছিয়ে যাওয়ায় স্বভাবতই হতাশ হবেন দেশের ফুটবলপ্রেমীরা। 
–হিন্দুস্থান সমাচার/ কাকলি 


 
Top