मनोरंजन

Blog single photo

বড়পর্দায় ফিরছেন করিশ্মা কাপুর

29/02/2020


মুম্বাই, ২৯ ফেব্রুয়ারি (হি. স.) :  বোন করিনার সঙ্গেই এবার বড়পর্দাতে ফিরছেন করিশ্মা কাপুর । তবে একা নন, তিনি ফিরতে চলেছেন চলচ্চিত্রে। সম্প্রতি আসতে চলেছে 'জুবেদা'-র সিক্যুয়েল। আর সেই ছবিতে করিনা-করিশ্মা জুঁটিকে দেখা যাবে।
২০০১ সালে মুক্তি পেয়েছিল শ্যাম বেনেগাল পরিচালিত ছবি 'জুবেদা'। ছবিটি জাতীয় পুরস্কারও পেয়েছিল। সেই ছবিতে করিশ্মার অভিনয়ও নজর কেড়েছিল। করিশ্মা ছাড়া রেখা, মনোজ বাজপেয়ী, শক্তি কাপুর, ফরিদা জালালের অভিনয় করেছিলেন।সূত্র থেকে জানা গেছে,  লেখক ও সিনেমার নির্দেশক খালিদ মহম্মদ 'দ্য ইমপারফেক্ট প্রিন্স' বলে একটি উপন্যাস নিয়ে কাজ করছেন। আর সেটিই 'জুবেদা'-র সিক্যুয়েল হিসেবে আসতে চলেছে। 
খালিদ মহম্মদ 'জুবেদা'-র সিক্যুয়েলে করিশ্মা এবং করিনাকে কেন্দ্রীয় চরিত্রে দেখতে চাইছেন বলে জানা গেছে। করিশ্মা এবং করিনার কথা মাথাই রেখেই' রুতবা'র চিত্রনাট্য লিখেছেন খালিদ মহম্মদ। সূত্র থেকে আরও জানা গেছে, ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন করিনা কাপুর। করিনাকে তার মায়ের মৃত্যুর তদন্ত করতে দেখা যাবে। ছবির ফ্ল্যাশব্যাকে দেখা যাবে করিশ্মা কাপুরকে। তবে করিনা, করিশ্মা ছাড়াও অনিল কাপুর ও রেখাকেও ছবিতে দেখা যেতে পারে বলে খবর। দুই বোনের সম্পর্কের রসায়ন পর্দায় কতটা ফুটে উঠবে এখন সেটাই দেখার। হিন্দুস্থান সমাচার / সোনালি


 
Top