राष्ट्रीय

Blog single photo

ভদোদরায় করোনা-আক্রান্ত পৌঢ়ের মৃত্যু, গুজরাটে মৃত বেড়ে ৭

02/04/2020

আহমেদাবাদ, ২ এপ্রিল (হি.স.): করোনার প্রকোপে ফের মৃত্যু ভারতে!গুজরাটের ভদোদরা জেলায় প্রাণ হারালেন মারণ করোনাভাইরাসে আক্রান্ত একজন পৌঢ়। বৃহস্পতিবার সকালে ভদোদরার এসএসজি হাসপাতালে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত বছর ৫২-র পৌঢ়ের।
গান্ধীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিন্সিপাল সেক্রেটারি (স্বাস্থ্য) জয়ন্তী রবি জানিয়েছেন, শ্রীলঙ্কা থেকে ফিরেছিলেন ওই পৌঢ়। তাঁর শরীরে করোনাভাইরাসের সন্ধান মেলায় গত ১৯ মার্চ ভদোদরার এসএসজি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়েছে। ৫২ বছর বয়সী পৌঢ়ের মৃত্যুর পর গুজরাটে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৭।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top