खेल

Blog single photo

কলকাতা ময়দানে বড় চমক নাইজেরীয় তিন বিদেশি

03/06/2020

কলকাতা, ৩ জুন (হি. স.)  :  নাইজেরীয় তিন বিদেশিকে নিয়ে কলকাতায় আসছেন ওডাফা ওকোলি। ময়দানে তিনি নাকি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন সার্দান সমিতিতে। সেখানকার কর্তাদের খবর তেমনই।
এবারে কলকাতা লিগ হলে সেখানে প্রাক্তন এই নাইজেরীয়কে নতুন ভূমিকায় দেখা যাবে। বছর তিনেক আগে সার্দান সমিতিতে খেলে গিয়েছেন। অবসরের পর নাইজেরিয়াতে কোচিং কোর্স করেছেন ওডাফা। সেই খবর পেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করে সার্দান। রাজিও হন বলে খবর। ক্লাবের কর্তা জিনিয়া রায়চৌধুরী জানান, দলের তিন বিদেশি ফুটবলারও নাইজেরিয়া থেকে নিয়ে আসবেন ওডাফা। তিনি নিজেই এই দায়িত্ব নিয়েছেন। নয়তো সার্দান কর্তারা বিদেশি ফুটবলারের খোঁজ শুরু করে দিয়েছিলেন।অতীতে দেখা গিয়েছে, তাঁর সঙ্গে অনেক কোচ–ফুটবলারের বনিবনা না হতে। সেদিক থেকে সতর্ক সার্দান কর্তারা। ওডাফা বিদেশি নিয়ে এলে একটা সুবিধে রয়েছে। তাঁর সঙ্গে মানিয়ে নিয়ে কাজ করতে সুবিধে হবে ওডাফার। ওডাফা এখন পরিবারের সঙ্গে রয়েছন নাইজেরিয়াতে। কোচিং জীবনের শুরুটাও ওডাফা চান কলকাতা থেকে করতে। গত মরশুমে সার্দানের টিডি হিসেবে দেখা গিেয়ছিল মেহতাব হোসেনকে। হিন্দুস্থান সমাচার/অশোক


 
Top