भारत

Blog single photo

টিকা নিলেন প্রমোদ সাওয়ান্ত, গোয়াকে করোনা-মুক্ত করার আহ্বান

03/03/2021

পানাজি, ৩ মার্চ (হি.স.): করোনাভাইরাসের টিকা নিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। বুধবার সকালে গোয়ার সাংকেলিমের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে কোভিড টিকার প্রথম দফার ডোজ নিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী। টিকা নেওয়ার পর গোয়াকে করোনা-মুক্ত করার আহ্বান জানিয়েছেন সাওয়ান্ত। টুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সকলে এগিয়ে আসুন এবং টিকা নিন।
গত ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছিল প্রথম দফার টিকাকরণ। প্রথম দফায় মূলত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির ,করোনা-যোদ্ধাদের করোনা টিকা দেওয়া হয়েছে। সোমবার থেকে দেশে শুরু হয়েছে দ্বিতীয় দফার টিকাকরণ। এই দফায় ৬০ বছরের প্রবীণ নাগরিকদের টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি ‘কো-মর্বিডিটি’ থাকলে ৪৫ বছরের বেশি বয়সিরাও টিকা পাবেন। বুধবার করোনাভাইরাসের টিকা নেওয়ার পর প্রমোদ সাওয়ান্ত টুইট করে জানিয়েছেন, "সকলকে এগিয়ে এসে টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি। এভাবেই গোয়া থেকে নির্মূল করা যাবে কোভিড ১৯-কে।" 

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top