अंतरराष्ट्रीय

Blog single photo

ফ্রান্সে বন্যার্ত মানুষদের উদ্ধারকাজেরত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩ উদ্ধার কর্মী

02/12/2019

 প্যারিস, ২ ডিসেম্বর (হি.স.) : ফ্রান্সে বন্যার্ত মানুষদের উদ্ধারকাজেরত হেলিকপ্টার বিধ্বস্ত | রবিবারের এই ঘটনায় তিন উদ্ধারকর্মী নিহত হয়েছেন বলে সোমবার জানা গেছে । 
ফ্রান্সের দক্ষিণাঞ্চলের বন্দরনগর মারসেইতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রক | গত এক সপ্তাহের ভারী বর্ষণে বন্যা হয়েছে দক্ষিণ ফ্রান্সের উপকূলীয় অঞ্চলে। গতকাল বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি বন্যার্ত মানুষদের উদ্ধারকাজেরত | ওই ঘটনায় দেশটির তিন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। এছাড়া, রবিববার বন্যায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে।
 -হিন্দুস্থান সমাচার / কাকলি


 
Top