अंतरराष्ट्रीय

Blog single photo

আমেরিকায় করোনায় প্রাণ হারিয়েছেন ২০০০ বেশি মানুষ

29/03/2020


নিউইয়র্ক, ২৯ মার্চ (হি. স.):   মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার দৌরাত্ম্য অব্যাহত। মারণ এই রোগে প্রাণ হারিয়েছে ২০২৬ জন। শুধুমাত্র অর্থ ও বিত্তের শহর নিউইয়র্কে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৭। গোটা দেশে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২১ হাজার। 
গোটা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে মৃত্যু মিছিল অব্যাহত।ওয়াশিংটন শহরের কিং কাউন্টিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৩৬ জন, মিশিগানে ৪৬, ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডের আক্রান্তের মৃতের সংখ্যা ৩১, লস এঞ্জেলেসে ২৬, সন্টা কার্লায় ৩০, টেক্সাসের ডালাসে ৯। 
অন্যদিকে আশার আলোও দেখা যাচ্ছে গোটা দেশে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৬০ জন। শনিবার মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, প্রয়োজন হলে গোটা নিউইয়র্ক শহরকেই কোয়ারেন্টাইন করে রাখা হবে।

 হিন্দুস্থান সমাচার/শুভঙ্কর 


 
Top