राष्ट्रीय

Blog single photo

লকডাউনের সময় বাড়ানোর কোনও পরিকল্পনা নেই : রাজীব গৌবা

30/03/2020

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): ভারতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। প্রতিদিনই কোনও না কোনও রাজ্যে বাড়ছে সংক্রমণ। ফলে দুঃশ্চিন্তার মধ্যে রয়েছেন দেশবাসী। উদ্বিগ্ন দেশবাসী মনে করছেন, লকডাউনের সময়সীমা হয়তো বাড়ানো হতে পারে। কিন্তু, ক্যাবিনেট সচিব রাজীব গৌবা জানিয়ে দিয়েছেন, 'লকডাউনের সময়সীমা বাড়ানোর কোনও পরিকল্পনা নেই।'
সোমবার ক্যাবিনেট সচিব রাজীব গৌবা জানিয়েছেন, 'এই ধরণের রিপোর্ট দেখে আমি সত্যিই অবাক হচ্ছি। লকডাউনের সময়সীমা বাড়ানোর কোনও পরিকল্পনা নেই।' প্রসঙ্গত, ভারতে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গত সপ্তাহে জাতির উদ্দেশে ভাষণে, দেশজুড়ে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে লকডাউন লাগু থাকবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top