राष्ट्रीय

Blog single photo

ইন্দোরে নতুন করে সংক্রমিত ১২ জন, মধ্যপ্রদেশে করোনা-আক্রান্ত বেড়ে ৯৮

02/04/2020

ভোপাল, ২ এপ্রিল (হি.স.): সংক্রমণ থামার কোনও লক্ষণ নেই। বরং দ্রুততার সঙ্গে বাড়ছে, মধ্যপ্রদেশে কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে সংক্রমিত হলেন আরও ১২ জন। নতুন করে ১২ জনই সংক্রমিত হয়েছেন ইন্দোরে। ফলে মধ্যপ্রদেশে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮৬।
বৃহস্পতিবার মধ্যপ্রদেশ স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্যে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১২ জন। নতুন করে ১২ জন সংক্রমিত হয়েছেন ইন্দোরে। ফলে মধ্যপ্রদেশে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮৬। প্রসঙ্গত, মধ্যপ্রদেশে ইতিমধ্যেই করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। ইন্দোরেই ৩ জন প্রাণ হারিয়েছেন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top