अंतरराष्ट्रीय

Blog single photo

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নেপাল, তীব্রতা ৬.০

16/09/2020

কাঠমাণ্ডু, ১৬ সেপ্টেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। বুধবার সকালে জোরালো তীব্রতার ভূকম্পন অনুভূত হয়েছে নেপালের রাজধানী কাঠমাণ্ডু-সহ দেশের বিভিন্ন প্রান্তে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.০। বহুদিন পর এই প্রথম ৬.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়েছে নেপালে। তীব্র ভূকম্পন সত্বেও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
নেপালের ন্যাশনাল সিসমোলোজি সেন্টার জানিয়েছে, বুধবার সকাল ৫.১৯ মিনিট নাগাদ ৬.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় নেপালের বিভিন্ন প্রান্তে। ভূমিকম্পের উৎসস্থল ছিল সিন্ধুপালচক জেলার রামচে-তে। সাতসকালে তীব্র ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।  


 
Top