राष्ट्रीय

Blog single photo

কোভিড-১৯ : গোয়ায় সংক্রমিত আরও একজন, আক্রান্ত বেড়ে ৭

04/04/2020

পানাজি, ৪ এপ্রিল (হি.স.): গোয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হলেন আরও একজন। নতুন করে একজন সংক্রমিত হওয়ার পর গোয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭। গোয়ার স্বাস্থ্য মন্ত্রী বিশ্বজিৎ রানে জানিয়েছেন, সেন্ট এস্টিভামের বাসিন্দা বিদেশ থেকে দেশে ফেরা একজনের শরীরে মারণ কোভিড-১৯ ভাইরাসের সন্ধান মিলেছে।
ওই রোগীকে একটি বিশেষ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন করে একজন আক্রান্ত হওয়ার পর গোয়ায় করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top