अंतरराष्ट्रीय

Blog single photo

দ্রুত করোনা-সংক্রমণে বাড়ছে উদ্বেগ, আমেরিকায় ৫ হাজার ছাড়াল মৃত্যু

02/04/2020

ওয়াশিংটন, ২ এপ্রিল (হি.স.): কোভিড-১৯ মারণ এই ভাইরাসের প্রকোপে ত্রস্ত গোটা বিশ্ব। বিশ্বেই বিভিন্ন দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু, ইতালির পর এবার আমেরিকার পরিস্থিতি সবচেয়ে খারাপ। বৃহস্পতিবার আমেরিকায় করোনা-সংক্রমণে ৫ হাজার ছাড়াল মৃত্যু।
জোন্স হোপকিন্স ইউনিভার্সিটি-র তথ্য অনুযায়ী-আমেরিকায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫,১৩৮-এ পৌঁছেছে। মৃতের সংখ্যা সবচেয়ে বেশি নিউইয়র্ক শহরে, সেখানে মৃতের সংখ্যা ১,৩৭৪।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top