अंतरराष्ट्रीय

Blog single photo

জার্মানিতে মৃত্যুমিছিল অব্যাহত, কোভিড-১৯-এ মৃত বেড়ে ১,০১৭

03/04/2020

বার্লিন, ৩ এপ্রিল (হি.স.): ইউরোপের বৃহত্তম অর্থনীতি, জার্মানিতে কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু-মিছিল অব্যাহত। জার্মানিতে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়ে বিগত ২৪ ঘন্টায় প্রাণ হারালেন আরও ১৪৫ জন, নতুন করে ১৪৫ জনের মৃত্যুর পর জার্মানিতে শুক্রবার মৃতের সংখ্যা বেড়ে হল ১,০১৭। এই সময়ে জার্মানিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬,১৭৫ জন। ফলে জার্মানিতে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৯,৬৯৬ জন।
নভেল করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে থাইল্যান্ডেও। থাইল্যান্ডে বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১০৩ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। ফলে থাইল্যান্ডে সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়ে হল, যথাক্রমে ১,৯৭৮ এবং ১৯।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top