अंतरराष्ट्रीय

Blog single photo

জার্মানিতে মৃত্যু-মিছিল অব্যাহত, করোনায় মৃত বেড়ে ৮৭২

02/04/2020

বার্লিন, ২ এপ্রিল (হি.স.): ইউরোপের বৃহত্তম অর্থনীতি, জার্মানিতে কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু-মিছিল অব্যাহত। জার্মানিতে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়ে বিগত ২৪ ঘন্টায় প্রাণ হারালেন আরও ১৪০ জন, নতুন করে ১৪০ জনের মৃত্যুর পর জার্মানিতে বৃহস্পতিবার মৃতের সংখ্যা বেড়ে হল ৮৭২। এই সময়ে জার্মানিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬,১৫৬ জন। ফলে জার্মানিতে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৩,৫২২ জন।
নভেল করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে সিঙ্গাপুরেও। সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ২ এপ্রিল সকাল ৬.৪৩ মিনিট নাগাদ ইন্দোনেশিয়ার নাগরিক একজন বৃদ্ধের (৬৮ বছর বয়স) মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধের মৃত্যুর পর কোভিড-১৯ ভাইরাসে সিঙ্গাপুরে ৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা কমপক্ষে ১০০০।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top