खेल

Blog single photo

দীর্ঘ ৩০ বছর পর প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন হল লিভারপুল

26/06/2020


নয়াদিল্লি, ২৬ জুন ( হি. স.) :  দীর্ঘ ৩০ বছর পর প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন হল লিভারপুল। স্ট্যাম্পফোর্ড ব্রিজে চেলসির কাছে ম্যাঞ্চেস্টার সিটি ২-১ গোলে পরাজিত হয়ে পয়েন্ট খোয়াতেই এবারের প্রিমিয়র লিগের চ্যাম্পিয়ন হল লিভারপুল। 

চ্যাম্পিয়ন হওয়ার জন্য লিভারপুলের প্রয়োজন ছিল ৭ ম্যাচে মাত্র ২ পয়েন্ট। যদিও তার জন্য আর নতুন করে মাঠে নামতে হয়নি জুরগেন ক্লপদের। দ্বিতীয় স্থানে থাকা সিটি পয়েন্ট খোয়াতেই পরিস্কার হয়ে যায় যে, লিভারপুলের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান চলতি মরশুমে আর মেটা সম্ভব নয়।

৩১ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে লিভারপুল বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে যায়। সমসংখ্যক ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির সংগ্রহ ৬৩ পয়েন্ট। অর্থাৎ, লিগের বাকি ৭টি ম্যাচ জিতলেও ৮৪ পয়েন্টের বেশি এগনো সম্ভব নয় সিটির।

চেলসির কাছে ম্যান সিটি পরাজিত হয় ২-১ গোলে। ফলে মাঠে না নেমেই চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে মাতে লিভারপুল। 

হিন্দুস্থান সমাচার/ কাকলি  


 
Top