क्षेत्रीय

Blog single photo

কোভিড-১৯ : ‘প্রতিরোধ’ ও ‘দৃষ্টিপাত’ শীৰ্ষক আকাশবাণী গুয়াহাটির বিশেষ দুই কার্যক্রমের ব্যাপক সাড়া

05/04/2020

গুয়াহাটি, ৫ মার্চ (হি.স.) : কোভিড-১৯ নোভেল করোনা ভাইরাসজনিত নানা ধরনের তথ্য শ্রোতা ও বিশেষজ্ঞদের মধ্যে আদান-প্রদান করতে আকাশবাণী গুয়াহাটি তাদের প্রতিদিনের আঞ্চলিক সংবাদের পাশাপাশি ‘প্রতিরোধ’ এবং ‘দৃষ্টিপাত’ শীৰ্ষক দুটি বিশেষ কার্যক্রম চালু করছে। দুটি কার্যক্রমে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, ক্রমশ জনপ্রিয়ও হয়ে উঠেছে, জানিয়েছেন আকাশবাণী গুয়াহাটির নিউজ এডিটর মানসপ্রতীম শর্মা। 

মানসপ্রতীম শর্মার কাছে জানা গেছে, প্ৰসার ভারতী এবং সংবাদ পরিষেবা বিভাগ সোশাল মিডিয়ায় ‘প্রতিরোধ’ শীর্ষক প্রোগ্রাম চালু করেছে। এছাড়া ‘দৃষ্টিপাত’ শীৰ্ষক কার্যক্রমে জিজ্ঞাসুদের সঙ্গে অডিও-ফোনের মাধ্যমে সরাসরি বিশেষজ্ঞদের জবাব দেওয়ার চেষ্টা করা হয়। বিশেষজ্ঞদের তালিকায় সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী, উচ্চপদস্থ আধিকারিক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, শীর্ষ পুলিশ আধিকারিকও রয়েছেন। তাঁদের সঙ্গে প্রশ্নকর্তার সরাসরি ফোনে সংযুক্ত করে দেওয়া হয়। 

মূলত কোভিড-১৯ সংক্রান্ত নানা তথ্য, বিষয়, বিভ্রান্তি ইত্যাদি সম্পর্কে কোনও প্রশ্নাবলির জবাব সাবলীলভাবে বিশেষজ্ঞরা এক কথায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে শ্রোতারা নানা দুর্বোধ্য প্রশ্নের ইতিবাচক উত্তর সহজে পেয়ে যাওয়ায় উদ্ভূত বিভ্রান্তি দূর হচ্ছে। দুটি প্রোগ্রামই বেজায় জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছেন আকাশবাণী গুয়াহাটির নিউজ এডিটর মানসপ্রতীম শর্মা। 

তিনি আরও জানিয়েছেন, চিনের উহান প্রদেশে উদ্ধারকাৰ্যে নিয়োজিতদের সঙ্গেও সরাসরি কথা বলেছেন আকাশবাণী গুয়াহাটির পদাধিকারী এবং সাধারণ জিজ্ঞাসুরা। ইতিমধ্যে শ্রোতারা সংশ্লিষ্ট নানা বিষয়ে সরকার গৃহীত নানা পদক্ষেপ ও কোভিড-১৯ সংক্রান্ত বিভ্রান্তিজনিত নানা তথ্য জানতে অসমের হস্ততাঁত ও বস্ত্রমন্ত্রী রঞ্জিত দত্ত, জনস্বাস্থ্য ও কারিগরিমন্ত্রী রিহন দৈমারি, বন ও পরিবেশ, আবগারি ও মৎস্যমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে কথা বলেছেন। 

আকাশবাণী-র ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হওয়ায় রাজ্য ছাড়িয়ে দেশ ও বিদেশের জনসাধারণ ‘প্রতিরোধ’ এবং ‘দৃষ্টিপাত’ শীৰ্ষক দুটি বিশেষ কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে পারছেন, জানান মানসপ্রতীম। আরও জানান, এ জন্য তাঁরা একটি মোবাইল ফোনের নম্বর জারি করেছেন। এর মাধ্যমে অনেক প্রশ্নকর্তা তাঁদের জিজ্ঞাসার বিষয়বস্তু এসএমএসেও পাঠান। তাছাড়া প্রয়োজনে ভিডিও-বার্তা পাঠাতেও প্রচার চালানো হচ্ছে। এতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান নিউজ এডিটর শর্মা। 

তিনি আরও জানান, মোবাইল ফোনে অডিও, এসএমএস এবং ভিডিও-র প্রচলনের সুফল পাওয়া যাচ্ছে। কেননা, এতে শ্রোতারা তাঁদের ইতিবাচক মতামত আদান-প্রদান করছেন। এর ফলে সমাজে শুভ বার্তা পৌঁছনো যাচ্ছে। দুই বিশেষ কার্যক্রমের মাধ্যমে জনতা কোভিড-১৯ সংক্রান্ত নানা তথ্য জানতে পারছেন। 

মানসপ্রতীম শর্মা জানান, রাজ্যের তথ্য ও জনসংযোগ কর্তৃপক্ষও তাঁদের এফএলএস-এর মাধ্যমে এ সব অনুষ্ঠান সম্প্রচার করছেন। এছাড়া গত কাল রাতে ‘দৃষ্টিপাত’ শীর্ষক লাইভ টক শোয় অনুষ্ঠিত ক্যুইজ প্রোগ্রামে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন অসম পুলিশের এডিজিপি হরমিত সিং। 

তদুপরি ইউনিসেফ, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি বিভাগের বিশেষজ্ঞদের নিয়েও অনুষ্ঠানের প্রচলন অব্যাহত আছে। আাকাশবাণী গুয়াহাটির পম্পি দেবী, অণুরিমা গোস্বামীকে নিয়ে এই দুই কার্যক্রম পরিচালনা নিউজ এডিটর মানসপ্ৰতীম শর্মা নিজে করছেন, জানান তিনি। 

হিন্দুস্থান সমাচার / এসকেডি


 
Top