खेल

Blog single photo

করোনা আতঙ্কে স্থগিত হল পাকিস্তান সুপার লিগ

17/03/2020
ইসলামাবাদ, ১৭ মার্চ
(হি.স.) :  করোনা আতঙ্কে স্থগিত হল
পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।  করোনা
আতঙ্কের মাঝেই এতদিন পিএসলের গ্রুপ পর্বের ম্যাচগুলো হয়ে আসছিল। যদিও ম্যাচগুলোর
গ্যালারি ছিল ফাঁকা।  কিন্তু বিশ্বজুড়ে
করোনা আতঙ্কে যেভাবে একের পর এক টুর্নামেন্ট বাতিল ঘোষণা হচ্ছে তাতে ঝুঁকি নিতে
চায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শেষ পর্যন্ত দুটি সেমিফাইনাল ও ফাইনাল
বাকি থাকতেই মঙ্গলবার পিএসল স্থগিত ঘোষণা করল পিসিবি ।  আগামী 
১৭ ও ১৮ মার্চ লাহোরে শেষচারের দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রথম
সেমিফাইনালে মুলতান সুলতান ও পেশোয়ার জালমির মুখোমুখি হওয়ার কথা ছিল। যেখানে
দ্বিতীয় সেমিফাইনালে করাচি কিংস ও লাহোর কালান্দার্স মাঠে নামতো। পিসিবি এক ঘোষণার
মাধ্যমে টুর্নামেন্টটি আপাতত স্থগিত করে। আর পরবর্তীতে এই আসরের বাকি অংশের সূচি
জানিয়ে দেওয়া হবে বলে জানায় পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা।উল্লেখ্য, এর আগে করোনা ভয়ে
বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তান সফরও স্থগিত করা হয়।  -হিন্দুস্থান সমাচার / কাকলি  


 
Top