राष्ट्रीय

Blog single photo

নির্ভয়া-মামলা : শুনানি চলাকালীন জ্ঞান হারালেন বিচারপতি আর ভানুমতী

14/02/2020

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): নির্ভয়া গণধর্ষণ-মামলার শুনানি চলাকালীন কোর্ট রুমেই জ্ঞান হারালেন সুপ্রিম কোর্টের বিচারপতি আর ভানুমতী| কোর্ট রুম থেকে তত্ক্ষণাত্ বিচারপতি আর ভানুমতীকে চেম্বারে নিয়ে যাওয়া হয়| পরে বিচারপতি আর ভানুমতীর জ্ঞান ফেরে| সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, ‘বিচারপতি আর ভানুমতী প্রবল জ্বরে ভুগছেন, সেই অবস্থাতেই ওষুধ খেয়ে এজলাসে বসেছিলেন| চেম্বারে চিকিত্সকরা তাঁকে পরীক্ষা করেছেন|’ 
নিভর্য়া গণধর্ষণ মামলায় দণ্ডিতদের পৃথক-পৃথক ফাঁসি কার্যকর করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় সরকার| এদিন সেই মামলার শুনানির সময় আচমকাই কোর্ট রুমে জ্ঞান হারিয়ে ফেলেন বিচারপতি আর ভানুমতী| কোর্ট রুম থেকে চেম্বারে নিয়ে যাওয়া হয় বিচারপতি আর ভানুমতীকে| কিছু সময়ের জন্য শুনানি বিলম্ব হয়|

হিন্দুস্থান সমাচার| রাকেশ|


 
Top