अंतरराष्ट्रीय

Blog single photo

হার্দিক অভিনন্দন, ইয়োশিহিদে সুগাকে শুভেচ্ছা মোদীর

16/09/2020

টোকিও ও নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): শিনজো আবে-র পর জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন প্রাক্তন মুখ্য ক্যাবিনেট সচিব ইয়োশিহিদে সুগা। বুধবার ইয়োশিহিদে সুগাকে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে জাপানের পার্লামেন্ট। ৭১ বছর বয়সী সুগা অতি সহজেই, পার্লামেন্টের নিম্নকক্ষে ৪৬২-র মধ্যে ৩১৪টি ভোট পেয়ে জয়লাভ করেছেন। জাপানের ভাবী প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাকে হার্দিক অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার টুইট করে নরেন্দ্র মোদী লিখেছেন, 'জাপানের প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার জন্য ইয়োশিহিদে সুগাকে হার্দিক অভিনন্দন। আমাদের স্পেশ্যাল স্ট্রাটেজিক ও গ্লোবাল পার্টনারশিপকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি।'
এক-দুই বছর নয়, প্রায় আট বছর পর নয়া প্রধানমন্ত্রী পাওয়ার পথে জাপান। নিম্নকক্ষে সুগার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টিই সংখ্যাগরিষ্ঠ, ফলে জয়লাভ সহজই ছিল তাঁর কাছে। ভোটগণনা শেষে নিম্নকক্ষের স্পিকার তাদামোরি ওশিমা জানিয়েছেন, ফলাফল অনুযায়ী, ইয়োশিহিদে সুগাকে নতুন প্রধানমন্ত্রী বেছে নিয়েছে আমাদের কক্ষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জাপানের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী শিনজো আবের স্থলাভিষিক্ত হচ্ছেন ইয়োশিহিদে সুগা। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন আবে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top