खेल

Blog single photo

করোনার মধ্যেই অনুশীলন শুরু করল বায়ার্ন মিউনিখ

06/04/2020
মিউনিখ, এপ্রিল (হি..) :  করোনা পরিস্থিতির মধ্যেই অনুশীলন শুরু করেছে বায়ার্ন মিউনিখ ।মহামারি করোনা ভাইরাসের
কারণে বিশ্বের সব প্রধান ফুটবল টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। স্থগিত হয়েছে ইউরোপের
শীর্ষ পাঁচ লিগও। তবে  করোনায় ম্যাচ স্থগিত
হওয়ার পর প্রথম দল হিসেবে সোমবার অনুশীলনে করে জার্মান চ্যাম্পিয়নরা।ক্লাবের পক্ষ থেক এক বিবৃতিতে জানান হয়েছে,
‘প্রথম দল হিসেবে ছোট গ্রুপে সোমবার থেকে অনুশীলন শুরু করছে বায়ার্ন মিউনিখ। সরকার
এবং তার সঙ্গে সম্পর্কিত কর্তৃপক্ষের কর্মনীতির সহায়তায় তা হচ্ছে। অনুশীলন চলবে জনগণের
উপস্থিতির বাইরে।’ গত শুক্রবার হানসি ফ্লিককে প্রধান কোচ
হিসেবে নিয়োগ করার পরপরই অনুশীলন শুরু করেছে বায়ার্ন। ৫৫ বছর বয়সী জার্মান কোচের সঙ্গে
২০২৩ সাল পযর্ন্ত চুক্তি করেছে ক্লাবটি।

হিন্দুস্থান সমাচার/ কাকলি  


 
Top