खेल

Blog single photo

ভারতে স্থগিত রাখা হয়েছে ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ

04/04/2020


মুম্বাই, ৪ এপ্রিল (হি. স.) করোনাভাইরাস মহামারীর কারণে  স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ  । শনিবারবিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

মহিলাদের এই বিশ্বকাপ ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় সেরে ফেলেছে ভারতের পাঁচটি শহর। যে পাঁচ ভেন্যুতে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। ২-২১ নভেম্বর এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল কলকাতাগুয়াহাটিভুবনেশ্বরআবমেদাবাদ ও নভি মুম্বইয়ে। ১৬ দলের এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছিল ভারত। যার ফলে আওজক দেশ হিসেবে এমনিই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল ভারতের মহিলা দল। কোভিড-১৯-এর পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য  ফিফা কাউন্সিলের তরফে ফিফা-কনফেডারেসন্স ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছে। তারাই এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর ফেব্রুয়ারিতে ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের দিন ঘোষণা হবে বলে জানানো হয়েছে।

 

ফিফার তরফে জানানো হয়েছে, ‘‘পানামা/কোস্টা রিকায় এই বছর স্থগিত রাখা হয়েছে মহিলাদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। যা হওয়ার কথা ছিল অাগস্ট-সেপ্টেম্বরে এবং ভারতে স্থগিত রাখা হয়েছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। নতুন দিন নিয়ে ভাবনা-চিন্তা চলছে।'' এছাড়া এই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছেমহিলাদের আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার নিয়ন্ত্রণের জন্য সাব-ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে। যারা স্থগিত হওয়া ইভেন্টগুলোর ক্যালেন্ডারে পরিবর্তন করবে।'' ওয়ার্কিং গ্রুপে রয়েছেন ফিফা অ্যাডিন এবং সচিব ও শীর্ষ এক্সিকিউটিভ বিভিন্ন ফেডারেশনের। কোনও বিতর্ক ছাড়াই এই কমিটিকে মেনে নেওয়া হয়েছে শুক্রবার কনফারেন্সের মাধ্যমে। হিন্দুস্থান সমাচার / সোনালি


 
Top