জিতেন্দ্র বিজেপিতে যোগ দেওয়ার পরেই আসনসোল পুরসভায় তৃণমূলে ভাঙন
03/03/2021
কলকাতা, ৩ মার্চ (হি. স.) : মঙ্গলবারই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন আসানসোল পুরসভার প্রাক্তন পুর প্রধান তথা পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। আর বুধবারই তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে এলেন আসানসোলের তিন তৃণমূল কাউন্সিলর।
এদিন বিজেপি'র হেস্টিংস অফিসে বিজেপিতে যোগ দেন আসানসোলের তিন কাউন্সিলর সাধন পাল, বাপি হুইলা ও অমিত গুলশন। এদিন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ যখন সাংবাদিক বৈঠক করছিলেন সেসময় তাঁর পাশেই বসেছিলেন বাবুল সুপ্রিয় ও জিতেন্দ্র তিওয়ারি।
হিন্দুস্থান সমাচার/ অশোক