अंतरराष्ट्रीय

Blog single photo

কাবুলের উপকণ্ঠে মসজিদে বিস্ফোরণ, ইমাম-সহ মৃত্যু দু'জনের

03/06/2020

কাবুল, ৩ জুন (হি.স.): আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে ওয়াজির আকবর খান মসজিদে বিস্ফোরণে প্রাণ হারালেন ইমাম-সহ দু'জন। এছাড়াও কমপক্ষে ৮ জন গুরুতর জখম হয়েছেন। কাবুলের সময় অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০ মিনিট নাগাদ ওয়াজির আকবর খান মসজিদ প্রাঙ্গনে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন মসজিদের ইমাম মহম্মদ আয়াজ নিয়াজি-সহ দু'জন।
প্রেসিডেন্সিয়াল মুখপাত্র সাদিক সিদ্দিকী টুইট করে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। জখম অবস্থায় ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top