राष्ट्रीय

Blog single photo

বিতর্কিত মন্তব্য ! অধীরকে ক্ষমা চাইতে বললেন প্রহ্লাদ

02/12/2019

 নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করার জন্য অধীর রঞ্জন চৌধুরীর নিন্দায় সরব কেন্দ্রীয় সংসদবিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী। অবিলম্বে নিঃস্বার্থ ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করেছেন তিনি।

 এদিন প্রহ্লাদ যোশী জানিয়েছেন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এমন ধরণের মন্তব্য করে ভোটারদের অপমান করেছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। পাল্টা কংগ্রেসের জাতীয় সভানেত্রী সোনিয়া গান্ধীকে বিদেশী হওয়ায় অনুপ্রবেশকারি হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
রবিবার কংগ্রেসের বর্ষীয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুপ্রবেশকারী বলে কটাক্ষ করেছেন। কংগ্রেস নেতার এমন মন্তব্যকে কটাক্ষ করে এদিন জিরো আওয়ারে লোকসভায় সরব হন বিজেপি সাংসদ উদয় প্রতাপ সিং। তিনি বলেন, গুজরাট থেকে দিল্লি আসার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুপ্রবেশকারী বলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এমন কথা বলে দুইজনকে অপমান করেছেন তিনি। অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশের গর্ব বলে অভিহিত করেছেন উদয় প্রতাপ সিং।
এদিন প্রহ্লাদ যোশী জানিয়েছেন, জনাদেশ মেনে নেওয়া উচিত কংগ্রেসের। ৩৭০ ধারা বিলুপ্ত করে ইতিহাস তৈরি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কংগ্রেস দলকে যারা নেতৃত্ব দিচ্ছে, তারা অনুপ্রবেশকারি। হিন্দুস্থান সমাচার / শুভঙ্কর


 
Top