क्षेत्रीय

Blog single photo

বেলেঘাটা আইডিকে মডেল ধরে চিকিৎসা হবে রাজ্যের অন্যান্য হাসপাতালে

04/04/2020

কলকাতা, ৪ এপ্রিল (হি. স.) : বেলেঘাটা আইডি হাসপাতাল যেভাবে করোনা রোগীদের চিকিৎসা করে যাচ্ছে সেই পদ্ধতিকে মডেল ধরে রাজ্যের বাকি হাসপাতালগুলিতে একই রকম চিকিৎসা পদ্ধতি চালু করতে চায় রাজ্য সরকার। ইতিমধ্যে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ২৪ জনের মধ্যে ১২ জন সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। শনিবার ইতিমধ্যেই ৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এদের সকলেরই দ্বিতীয়বারের রিপোর্ট নেগেটিভ আসায় বাকি ৯ জন কেউ খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

শনিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে করোনায় কিভাবে চিকিৎসা হবে সেই রূপরেখা তৈরির জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির সদস্য চিকিৎসক অভিজিৎ চৌধুরী জানান, বেলেঘাটা আইডি তে ন্যূনতম ওষুধের দ্বারায় ভালো হয়ে উঠছেন রোগীরা। সামান্য ওষুধ প্রয়োগ করলেই তাদের সুস্থ করা সম্ভব হচ্ছে। একইসঙ্গে ওই চিকিৎসক জানিয়েছেন যদি কোন বড় ধরনের অসুখ না থেকে থাকে তাহলে সে ক্ষেত্রে করো না থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। একই সঙ্গে দেখা গেছে রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী রাজ্য যে তিনজন কোন আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তারা কেউই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন না। তাদের একজন ভর্তি ছিলেন হাওড়া জেলা হাসপাতালে অন্যজন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরেকজন সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। প্রসঙ্গত উল্লেখ্য বেলেঘাটা আইডি হাসপাতাল ভেন্টিলেশনের ব্যবহার না করেই সেরে উঠছেন রোগীরা।

অন্যদিকে রাজ্য স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই নির্দেশিকা দিয়ে জানিয়ে দিয়েছেন সরকারি ও বেসরকারি সব হাসপাতালে একই নিয়ম মেনে চিকিৎসা করতে হবে। সে ক্ষেত্রে বেলেঘাটা আইডিতে যেভাবে চিকিৎসা করা হচ্ছে সহজ সরল পদ্ধতি অবলম্বন করে রোগীদের সুস্থ করে বাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে সেই পদ্ধতি রাজ্যের অন্যান্য হাসপাতালগুলি কেউ অবলম্বন করতে আবেদন জানাচ্ছে রাজ্য সরকার। হিন্দুস্থান সমাচার/মৌসুমী


 
Top