खेल

Blog single photo

আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট, জিততে মরিয়া বিরাটবাহিনী

09/10/2019 পুণে, ৯ অক্টোবর (হি.স.) : প্রথম টেস্টের দলই অপরিবর্তিত রেখে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া কোহলি অ্যান্ড কোং৷ আগামীকাল বৃহস্পতিবার থেকে পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট৷ বিশাখাপত্তনমে প্রথম টেস্ট ২০৩ রান জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত৷

বিশ্বকাপের পর ওয়ার্ল্ড টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপে নেমে দারুণ ছন্দ রয়েছে বিরাটবাহিনী৷ ক্যারিবিয়ান সফরে দুই টেস্টের সিরিজ জয়ের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলতে নামে কোহলি-রোহিতরা৷ টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত তিনটি টেস্টই জিতে পয়েন্ট তালিকায় এক নম্বরে রয়েছে ভারত৷ প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে ৪০ পয়েন্ট পকেটে পুরেছে বিরাটবিগ্রেড৷

বিশাখাপত্তনমে সিরিজের প্রথম টেস্টে ভারতীয় ব্যাটিং ও বোলিং প্রোটিয়াদের ছাপিয়ে গিয়েছে৷ প্রথম ইনিংসে জোড়া সেঞ্চুরি এলেও দ্বিতীয় ইনিংসে মহম্মদ শামির বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকান ইনিংস৷ ৩৫ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচের শেষ দিনে ভারতকে সহজ জয় এনে দিয়েছিলেন শামি৷ প্রথম ইনিংসে দারুণ বোলিং করে ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন৷

প্রথম টেস্টে দলের অল-রাউন্ডার পারফর্ম্যান্সের জন্য দ্বিতীয় টেস্টের দল অপরিবর্তিত রাখছে ভারত৷ অর্থাৎ মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে দুই পেসার ও বিশেষজ্ঞ দুই স্পিনার নিয়েই মাঠে নামছে কোহলি অ্যান্ড কোং৷ স্পিনে অশ্বিন ও জাদেজার উপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট৷ তবে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পিচে এখনও পর্যন্ত একটি মাত্র টেস্ট হয়েছে৷ ২০১৭ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই টেস্ট মাত্র তিন দিনে শেষ হয়ে যায়৷ অজি স্পিনারের সামনে অসহায় আত্মসমপর্ণ করে ভারতীয় ব্যাটিং৷

ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), রোহিত শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার) রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা ও মহম্মদ শামি৷ হিন্দুস্থান সমাচার/ সঞ্জয়


 
Top