खेल

Blog single photo

ইংল্যান্ড সফরের উদ্দেশ্যে রওনা দিল পাকিস্তান ক্রিকেট দল

28/06/2020


ইসলামাবাদ, ২৮ জুন (হি.স.) : করোনা মহামারির মাঝেই ২০ জন ক্রিকেটার ও ১১ জন সার্পোর্ট স্টাফ নিয়ে পাকিস্তান দল রওনা দিল ইংল্যান্ড সফরের উদ্দেশ্যে। ইংল্যান্ডের মাটিতে তিনটি টেস্ট ও তিনটি টি-২০ খেলবেন বাবর আজমরা।

প্রাথমিকভাবে নির্বাচিত ২৯ জনের স্কোয়াডের ১০ জন ক্রিকেটারের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলায় তাঁদের আপাতত দেশেই রেখে যায় পাক দল। সুস্থ হলে সংশ্লিষ্ট ক্রিকেটাররা পরে দলের সঙ্গে যোগ দেবেন ইংল্যান্ডে। ম্যাচের দিনক্ষণ ও কোথায় খেলা হবে, তা এখনও নির্ধারিত হয়নি। আপাতত ইংল্যান্ডে পৌঁছে পাকিস্তান দল ওরচেস্টারে ১৪ দিনের কোয়ারান্টাইনে থাকবে। সেখান থেকে প্রস্তুতির জন্য ডার্বিশায়ারে যাবে পাকিস্তান।ডার্বিশায়ারে নিজেদের মধ্যেই দু'টি দল করে এক জোড়া প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। যদিও কোয়ারান্টাইনে থাকার সময়েও পাক ক্রিকেটাররা ট্রেনিং করতে পারবেন।

রবিবার ইংল্যান্ডে উড়ে গেলেন আজহার আলি, বাবর আজম, আবিদ আলি, আসাদ শফিক, ফহিম আশরফ, ফাওয়াদ আলম, ইফতিকার আহমেদ, ইমদ ওয়াসিম, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মহম্মদ আব্বাস, মুসা খান, নাসিম শাহ, রোহেল নাজির, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান, উসমান শিনওয়ারি ও ইয়াসির শাহ।

 –হিন্দুস্থান সমাচার/ কাকলি


 
Top