खेल

Blog single photo

এবার আমফান দুর্গতদের পাশে সৌরভ গঙ্গোপাধ্যায়

12/06/2020

 
কলকাতা, ১২ জুন ( হি. স.): ঘূর্ণিঝড় আমফানের দাপটে বিধ্বস্ত পশ্চিমবঙ্গ। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষের ঘরবাড়ি। একদিকে করোনা অপরদিকে আমফান। দুইয়ে মিলিয়ে যেন কঠিন পরিস্থিতির বাংলার মানুষের। আর এরই মাঝে এবার আমফান দুর্গতদের পাশে বাংলা দাদা তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।কলকাতাসহ দুই ২৪ পরগণা, মেদিনীপুর আর সুন্দরবন এলাকার মানুষের দিকে সাহায্যের হাত বাড়ালেন মহারাজ। শুক্রবার টুইট করে এমনটাই জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।  
বিধ্বংসী ঝড়ে কলকাতাসহ দুই ২৪ পরগণা, মেদিনীপুর আর সুন্দরবন এলাকার বহু মানুষের ঘর বাড়ি ভেঙে গিয়েছে।আর সেই ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ময়দানে নামলেন মহারাজ। সেইসব ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য করতে এগিয়ে এল সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশন।এদিন কলকাতাসহ দুই ২৪ পরগণা, মেদিনীপুর এবং সুন্দরবন এলাকার আমফান বিধ্বস্ত দশ হাজার পরিবারকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
- হিন্দুস্থান সমাচার /পায়েল 


 
Top