राष्ट्रीय

Blog single photo

করোনায় ভারতে ফের মৃত্যু, অমৃতসরে মৃত ৭৫ বছরের বৃদ্ধা

06/04/2020

অমৃতসর, ৬ এপ্রিল (হি.স.): মারণ করোনাভাইরাসের প্রকোপে মৃত্যু-মিছিল অব্যাহত ভারতে। করোনা-সংক্রমণে এবার পঞ্জাবের অমৃতসরে প্রাণ হারালে বছর ৭৫-এর একজন বৃদ্ধা। রবিবার অমৃতসরের একটি হাসপাতালে প্রাণ হারিয়েছেন করোনাভাইরাসে সংক্রমিত ওই বৃদ্ধা। ওই বৃদ্ধা পঞ্জাবের পাঠানকোটের সুজ্জানপুরের বাসিন্দা।
পঞ্জাবের মুখ্য সচিব করণ বীর সিং সিধু জানিয়েছেন, অমৃতসরের হাসপাতালে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৭৫ বছর বয়সী একজন রোগী। পঞ্জাবে করোনায় এটাই সপ্তম মৃত্যু। ওই রোগী পাঠানকোটের সুজ্জানপুরের বাসিন্দা। শনিবার অমৃতসরের হাসপাতালে রেফার করা হয়েছিল ওই বৃদ্ধাকে। রবিবার মৃত্যু হয়।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top